¡Sorpréndeme!

Achinta Sheuli:অলিম্পিক্সে অচিন্ত্য শিউলির লক্ষ্য ৩৪০ কেজি ওজন তোলা,আর্থিক সাহায্য চান রাজ্য সরকারের

2022-08-10 149 Dailymotion

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে ঘরে ফিরেছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি। গতকাল রাতে পৌঁছন বাড়িতে। মাঝরাতেও ঘরের ছেলের সোনাজয়ের আনন্দে উত্সবে মাতোয়ারা গোটা গ্রাম। বাড়িতে ঢোকার আগে প্রথমে যান কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কোচকে প্রণাম করে বাড়ি আসেন অচিন্ত্য। সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি। বাড়ির সামনে ততক্ষণে ভিড় জমে গিয়েছে।