¡Sorpréndeme!

Nitish Kumar: ক্ষমতায় আসার ২ বছরের মধ্যে বিহারে ক্ষমতা হারাল বিজেপি নেতৃত্বাধীন NDA

2022-08-10 187 Dailymotion

মধ্যপ্রদেশ, কর্নাটক থেকে মহারাষ্ট্রে বিরোধীদের সরকার ফেলে, ক্ষমতা দখল করেছে বিজেপি। এবার তার উলটপুরাণ ঘটল বিহারে। নীতীশ কুমার NDA’র সঙ্গে জোট ভেঙে দেওয়ায়, ক্ষমতায় আসার দু’বছরের মধ্যেই, বিহারে ক্ষমতা হারাল বিজেপি। পাঁচ বছর পর আবার বিহারের কুর্সিতে বসছে মহাজোট। মুখ্যমন্ত্রী থাকছেন নীতীশই।