¡Sorpréndeme!

Anubrata Medical Treatment Controversy: '১৪ দিনের ছুটির ব্যবস্থা করে দিন, বলেছিলেন অনুব্রত', বিস্ফোরক সরকারি চিকিৎসক

2022-08-10 356 Dailymotion

CBI-এর হাজিরা এড়াতে কি জোর করে বেড রেস্ট লিখিয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল? অনুব্রতর পাশাপাশি হাসপাতালের সুপারের চাপেই কি সাদা কাগজে অনুব্রতকে বেড রেস্ট লিখে দেন চিকিত্সক? বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিত্সকর চন্দ্রনাথ অধিকারীর বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। এবিপি আনন্দে চিকিত্সকের দাবি, বাড়িতে গেলে ১৪ দিনের বেড রেস্ট লিখে দিতে বলেন অনুব্রত মণ্ডল। উনি তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? ওঁর বাড়িতে গিয়েছি, হাসপাতাল হলে আলাদা বিষয় ছিল। চিকিত্সকের দাবি, বোলপুরে থাকি বলেই বেড রেস্ট লিখতে বাধ্য হয়েছি। তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন, তাই ফেলতে পারিনি, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি।