¡Sorpréndeme!

Bihar : অবিজেপি সরকারকে বাইরে থেকে সমর্থন, জানালেন বাম নেতা দীপঙ্কর ভট্টাচার্য। Bangla News

2022-08-09 154 Dailymotion

'দেরীতে হলেও বিজেপির ক্ষমতালোলুপ, আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁদের সঙ্গ ছেড়েছেন নীতীশ কুমার। আমরা চাইব অবিজেপি সরকার ক্ষমতায় আসুক। আর অবিজেপি সরকারের প্রতি বাইরে থেকে আমাদের সমর্থন থাকবে।' জানালেন সিপিআইএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। টার্গেট ১২২, বিহারে এবার আরজেডি-কংগ্রেস-জেডিইউ সরকার? বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‘বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল’, ‘সাংসদ-বিধায়করা সবাই এনডিএ ছাড়তে বলেছিল’। বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ালেন নীতীশ। ইস্তফা দিয়েই রাবড়ী দেবীর বাসভবনে গেলেন নীতীশ কুমার।