¡Sorpréndeme!

Sharad Yadav : 'এই মহাজোট দেখেই মানুষ ভোট দিয়েছিলেন, মহাজোটের জয়', মন্তব্য শরদ যাদবের । Bangla News

2022-08-09 278 Dailymotion

'এই মহাজোট দেখেই মানুষ ভোট দিয়েছিলেন। এই জোট গড়েই ভোট লড়েছিলাম আমরা। মাঝে নীতীশ কুমার চলে গিয়েছিলামন বিজেপিতে। ওনার ফিরে আসা তাই মহাজোটের কাছে বড় জয়।' মন্তব্য আরজেডি নেতা শরদ যাদবের। বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ কুমারের সঙ্গে জীতেনরাম মাজির দলও। বিনা শর্তে ৪ বিধায়ককে নিয়ে মহাজোটকে সমর্থনের সিদ্ধান্ত ‘হাম’-র।