¡Sorpréndeme!

Police : কলকাতা পুলিশের নোটিসের পরেও এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর । Bangla News

2022-08-09 1,184 Dailymotion

কলকাতা পুলিশের নোটিসের পরেও এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর। ইডির আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ওড়িশায় কলকাতা পুলিশ। ডাকা হলেও এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমার। সকাল ১১টা থেকে ভুবনেশ্বরের হোটেলে সুবোধ কুমারের অপেক্ষায় কলকাতা পুলিশ। সম্প্রতি কলকাতায় ৫০ লক্ষ টাকা-সহ গ্রেফতার রাঁচির এক আইনজীবী। ধৃত আইনজীবীর সঙ্গে ইডির ডেপুটি ডিরেক্টরের যোগাযোগ, দাবি কলকাতা পুলিশের।সেই ঘটনাতেই সুবোধ কুমারকে জিজ্ঞাসাবাদ করতে ভুবনেশ্বরে তদন্তকারীরা। ছুটিতে আছি, আজ আসতে পারব না, জানালেন ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমার ।