¡Sorpréndeme!

Bihar Politics: বিহারের রাজনীতিতে নাটকীয় মোড়। এনডিএ জোটে ভাঙন। বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ JDU-র। Bangla News

2022-08-09 201 Dailymotion

বিহারের রাজনীতিতে নাটকীয় মোড়। এনডিএ জোটে ভাঙন। বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ JDU-র। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও গরহাজির ছিলেন নীতীশ। এই পরিস্থিতিতে আজ পাটনায় নিজের বাসভবনে দলীয় সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করেন নীতীশ। বিরোধীদল আরজেডি-র ডাকে রাবড়ি দেবীর বাসভবনে বৈঠক করেন কংগ্রেস ও বাম নেতারা। বিকেলে পাটনায় বিজেপির কোর কমিটির বৈঠক।