¡Sorpréndeme!

Newtown Death: নিউ টাউনে সরকারি আবাসনে তরুণের রহস্যমৃত্যু। সাতসকালে আবাসনের রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। Bangla News

2022-08-09 71 Dailymotion

নিউ টাউনে সরকারি আবাসনে তরুণের রহস্যমৃত্যু। সাতসকালে আবাসনের রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। নিরাপত্তারক্ষীরা আকাঙ্খা আবাসনের ক্লাসিক থ্রি টাওয়ারের নীচে তরুণের দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ সূত্রে খবর, মৃতের ঈশান নিধারিয়া। বছর একুশের ওই তরুণ আবাসনের বাসিন্দা নন। কী কারণে ওই তরুণ আবাসনে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। খুন নাকি আত্মহত্যা, মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কিনা, খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ।