¡Sorpréndeme!

Weather Update : মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। Bangla News

2022-08-08 570 Dailymotion

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। দিঘায় সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পূর্ণিমার ভরা কটালের জেরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা।   সমুদ্রস্নানে জারি হয়েছে নিষেধাজ্ঞা। গার্ডওয়ালের ধার থেকেও পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মাইকে প্রচার করে মত্স্যজীবীদের সতর্ক করা হচ্ছে। জলপথে প্রচার চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সুন্দরবন কোস্টাল থানার তরফে গোসাবাতেও চলছে মাইকে প্রচার।