জীবনের ওঠাপড়া আমার গায়ে লাগে না। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে, দল তাঁকে সেন্সর করলেও থেমে থাকছেন না কুণাল ঘোষ। বলতে হলে পুরোটা বলুন। সারদার প্রসঙ্গ টেনে কুণালকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।