¡Sorpréndeme!

Golf Green Update: 'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে?' প্রশ্ন মৃতের ভাইয়ের। Bangla News

2022-08-07 29 Dailymotion

গল্ফগ্রিনে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ। সিবিআই তদন্ত চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে পরিবার। 'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে? পুলিশ বেরনোর ফুটেজ দেখাচ্ছে, থানায় ঢোকার ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না?' পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আজাদগড়ের মৃত যুবকের পরিবারের। যুবকের বাড়িতে গেল লালবাজারের একটি দল। পরিবারের সঙ্গে কথা গুন্ডাদমন শাখার একটি দলের। দোষীদের শাস্তির দাবিতে ফের বাম-বিজেপির বিক্ষোভ। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস।