¡Sorpréndeme!

Park Street Shoot Out: কলকাতা পুলিশের তৎপরতায় জাদুঘরকাণ্ডে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা

2022-08-07 1 Dailymotion

কলকাতা পুলিশের তৎপরতায় জাদুঘরকাণ্ডে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা। ঘাতক জওয়ানের দায়িত্বেই ছিল সিআইএসএফের অস্ত্রভাণ্ডার। অস্ত্রভাণ্ডারের চাবিও ছিল ঘাতক জওয়ান অক্ষয়কুমার মিশ্রর কাছে। যে বিল্ডিংয়ে অক্ষয় লুকিয়ে ছিলেন, সেখানেই সিআইএসএফের অস্ত্রভাণ্ডার। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বুলেট ঠাসা ছিল অস্ত্রভাণ্ডারে’। আত্মসমর্পণের বদলে সংঘাতে গেলে বড় বিপর্যয় হতে পারত। বারবার ফোনে কথা বলে আত্মসমর্পণের জন্য বোঝানো হয় ঘাতক জওয়ানকে। প্রথমে অক্ষয়ের ধারণা হয়, পুলিশ তাঁকে গুলি করবে। পুলিশ বিনা অস্ত্রে কাছে যাওয়ার প্রতিশ্রুতি দিলে কথা বলতে রাজি হন অক্ষয়। তাঁর সব কথা শোনা হবে বলে আশ্বস্ত করার পর আত্মসমর্পণ: সূত্র।