তালাবন্ধ বাড়ি যদি মশার আঁতুড়ঘর হয়, তবে আর রক্ষে নেই! ডেঙ্গি দমনে দরকারে সেই বাড়ির তালা ভেঙে লার্ভা নির্মূল করা হবে। ডেঙ্গি মোকাবিলায় তৎপর হচ্ছে কলকাতা পুরসভা। রবিবার থেকে শুরু হচ্ছে সচেতনতামূলক প্রচার।