¡Sorpréndeme!

Cow Smuggling Case: গরু পাচার মামলায় আরও ১৪ দিনের জেল হেফাজত সায়গলের

2022-08-06 13 Dailymotion

গরু পাচার মামলায় আরও ১৪ দিনের জন্য সায়গল হোসেনকে জেল হেফাজতে পাঠাল, বিশেষ CBI আদালত। তাঁর বিরুদ্ধে নতুন কোনও তথ্যই পায়নি CBI। জামিনের আর্জি জানিয়ে আদালতে সওয়াল করেন সায়গলের আইনজীবী। পাল্টা CBI-এর তরফে দাবি করা হয়, অনেক তথ্য মিলেছে, যার সঙ্গে অনুব্রতর দেহরক্ষীর যোগ প্রমাণিত হয়েছে।