আর্থিক সঙ্কটে ধুঁকছে দুর্গাপুরের SBSTC বাসডিপো। বিপর্যস্ত বাস পরিষেবা। চালানো যাচ্ছে না অধিকাংশ বাস। অর্থের অভাবের কথা নিজে মুখে স্বীকার করে নিয়েছেন ডিপোর ম্যানেজার। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।