¡Sorpréndeme!

Rabindrabharati University VC : অব্যাহতি চেয়ে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

2022-08-04 97 Dailymotion

অব্যাহতি চেয়ে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিক্ষোভে জেরবার, অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে জোড়া চিঠি উপাচার্যের। ‘ছাত্র-শিক্ষাকর্মীদের একাংশর বিক্ষোভের জন্য এই পরিস্থিতি’। ‘বিক্ষোভের কারণ অনেক সময়েই সঙ্গত নয়’‘একবার ওঁরা আসছেন লাইব্রেরির বই নিয়ে অভিযোগ জানাতে’। ‘ফের ওঁরা আসছেন রেজিস্ট্রার না আসার কারণ জানতে’। ‘শিক্ষামন্ত্রীকে জানিয়েছি, উনি আশ্বস্ত করেন এমন আর হবে না’। ‘তারপরেও এমন ঘটনা ঘটছে’। ‘অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে দুটি চিঠি পাঠিয়েছি’। ‘লিখেছি, উপাচার্যর দায়িত্বপালন সম্ভব নয়’। ‘দৈনন্দিন দায়িত্ব পালনই করতে পারছি না’। ‘দফতরে চড়াও হয়ে স্লোগান দিচ্ছে পড়ুয়া-শিক্ষাকর্মীদের একাংশ’। বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর