ফের বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। হাওড়া স্টেশনে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, আটক এক। চম্বল এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকার পর আটক। আটক রাজকুমার সোনি মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। টাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি রাজকুমার, দাবি সূত্রের। হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের চেষ্টা? তদন্তে আয়কর দফতর।