গরু পাচারকাণ্ডে এবার অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের হানা। সকাল থেকে বীরভূম জুড়ে সিবিআইয়ের অভিযান শুরু হয়েছে। ৬টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নানুরের বাসাপাড়ার সাতরা গ্রামে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা কেরিম খানের বাড়িতে চলছে তল্লাশি। কেরিমের ঘনিষ্ঠ জিয়ারুল হক ওরফে মুক্তারের নানুরের আটখুলার বাড়িতেও তল্লাশি চলছে। একইসঙ্গে সিউড়ির সুভাষ পল্লি, সাজানো পল্লি ও পাইকপাড়ায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ৩টি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।