অন্যের ক্ষতিতে নিজেরই ক্ষতি।
If you harm others
It will come to itself.
অন্যের ক্ষতি করা ভয়াবহ পাপ
শাহীন হাসনাত
অন্যের ক্ষতি করা ভয়াবহ পাপ
মানুষের কষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকার জন্য মানবতার ধর্ম ইসলাম বারবার নির্দেশ দিয়েছে। কাউকে সামান্য কষ্ট দেওয়া তো দূরের কথা, ইসলাম চরম শত্রুর সঙ্গেও বাস্তবতার বিচারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উৎসাহ দেয়। ইসলাম যেখানে মানুষকে কষ্ট দিতে নিষেধ করেছে, সেখানে কারও ক্ষতি করার কোনো সুযোগ নেই, এটা ইসলামে নিষিদ্ধ কাজ; ভয়াবহ পাপের কারণ।
এই দুনিয়া ক্ষণস্থায়ী। আর সফলতা-ব্যর্থতা নিয়েই মানুষের জীবন। এই ছোট্ট জীবনে সাধ্যানুযায়ী মানুষের উপকার করে পরকালের পাথেয় সংগ্রহ করা কর্তব্য। উপকার করতে না পারলে অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখা দরকার।
#cartoon #বাংলা_কার্টুন #ধান্ধাবাজ #Bangla_cartoon
visit my channel
https://youtube.com/channel/UCHPrUuV1tdt7Gq08hEDC