¡Sorpréndeme!

Bratya Basu : নিয়োগে নিষেধাজ্ঞা নেই, হাইকোর্ট বলতেই তৎপরতা, স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন নিয়োগের তোড়জোড়

2022-08-01 105 Dailymotion

নিয়োগে নিষেধাজ্ঞা নেই, হাইকোর্ট বলতেই তৎপরতা। স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের তোড়জোড়। ‘পুজোর মধ্যেই ২১ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু’, ‘উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শিক্ষক-প্রধান শিক্ষক পদে নিয়োগ’, আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মেধা তালিকায় থাকা আন্দোলনকারীদের সবার নিয়োগ? সহানুভূতির সঙ্গে আইনকে মেশাতে হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রীরতাহলে কি মেধা তালিকায় থাকা সব আন্দোলনকারীর চাকরি নয়? মেধা তালিকায় থাকা সবার চাকরির নিশ্চয়তা মিলল না শিক্ষামন্ত্রীর কথায়।আন্দোলনমাত্রই ন্যায্য নয়, টেট-বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্য বসুর।