¡Sorpréndeme!

TMC Cabinet Reshuffle: একাধিক ব্যক্তিকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরাল তৃণমূল, নতুন মন্ত্রী হবেন কারা? Bangla News

2022-08-01 437 Dailymotion

বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল। ‘নতুন মন্ত্রিসভায় আসতে পারেন বাবুল সুপ্রিয়’, ‘মন্ত্রী হতে পারেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক’, ‘ফের মন্ত্রিসভায় আসতে পারেন তাপস রায়’, ‘দিনহাটার বিধায়ক উদয়ন গুহকেও মন্ত্রিসভায় আনতে পারেন মমতা’, ‘মন্ত্রী হতে পারেন জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী’। ‘মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র’, বাদ পড়তে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী: সূত্র।সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে পঞ্চায়েত ও ক্রেতা সুরক্ষা দফতর খালি। ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, শিল্প সহ ৩ দফতর মুখ্যমন্ত্রীর হাতে।