¡Sorpréndeme!

Partha Chatterjee's Pet: কেমন আছে পার্থর সারমেয়রা? জানতে ইডি’র সঙ্গে যোগাযোগ এক পশুপ্রেমী সংস্থার

2022-08-01 41 Dailymotion

কেমন আছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সারমেয়রা? তা জানতে ইডি’র সঙ্গে যোগাযোগ করল সিউড়ির এক পশুপ্রেমী সংস্থা। সংস্থার দাবি, ইডির তরফে জানানো হয়েছে, প্রাক্তন মন্ত্রীর সারমেয়রা ভালই রয়েছে। অন্যদিকে টালিগঞ্জের আবাসন সূত্রে খবর, পোষ্যদের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি এখন এই ফ্ল্যাটেই থাকছেন।