Madan Mitra: মানুষের টাকা নিয়ে বান্ধবীকে খুশি করা অন্যায়: মদন মিত্র
2022-07-31 9 Dailymotion
বান্ধবী ছাড়া জীবন মরুভূমি! যার বান্ধবী নেই, তার বাঁচার অধিকার নেই। মনে করেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, তাঁর বান্ধবীরা ঝালমুড়িতেই খুশি। তাঁর মতে, মানুষের টাকা নিয়ে বান্ধবীকে খুশি করা অন্যায়।