¡Sorpréndeme!

Nirmala Mishra Death: প্রয়াত নির্মলা মিশ্র, আজই কেওড়াতলায় শেষকৃত্য। Bangla News

2022-07-31 81 Dailymotion

আজই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত ১২টা ৫ মিনিটে চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৪ বছরের শিল্পীর। রাতে দেহ রাখা হয় সাদার্ন অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। সেখান থেকে  সকালে মরদেহ নিয়ে আসা হবে বাড়িতে। এরপর রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি ঘুরে মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে খবর, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন। এরপর নানান অসুখে ভুগছিলেন।