‘একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে, কেউ ভুল করলে অ্যাকশন হবে, দোষ প্রমাণিত হলে শাস্তি হবে, ২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ?ভোর রাতে কেন হানা?’ইডির হানা প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন শমীক ভট্টাচার্য?