Fisherman Crisis: দুর্গাপুর ব্যারাজে মাছের সঙ্কট। সেভাবে মাছ আসছে না। দামোদর নদেও মাছের পরিমাণ কম। ফলে মাছ ধরাই যাঁদের জীবিকা, ব্যারাজের দু’পাশের সেই মত্স্যজীবীরা পড়েছেন চরম সঙ্কটে। Bangla News
2022-07-27 6 Dailymotion
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজে মাছের সঙ্কট। সেভাবে মাছ আসছে না। দামোদর নদেও মাছের পরিমাণ কম। ফলে মাছ ধরাই যাঁদের জীবিকা, ব্যারাজের দু’পাশের সেই মত্স্যজীবীরা পড়েছেন চরম সঙ্কটে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।