¡Sorpréndeme!

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জন্য় আনা হল নেবুলাইজার এবং স্লিপ কার্ট। Bangla News

2022-07-27 100 Dailymotion

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর, গতকাল রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট চেয়ে পাঠান।  সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের এইমস নেবুলাইজার ও স্লিপ কার্ট মন্ত্রীর জন্য সুপারিশ করেছে। সেই মতো মন্ত্রীর বাড়ি থেকে আনানো হয় নেবুলাইজার ও স্লিপ কার্ট। রাতে পার্থ চট্টোপাধ্যায়কে নেবুলাইজার দেওয়া হয় বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি, আদালতের নির্দেশমতো ৪৮ ঘণ্টা অন্তর মন্ত্রীর মেডিক্যাল টেস্ট করার কথা। সেইমতো আজ তাঁর মেডিক্যাল টেস্ট হওয়ার কথা