প্রিয় কোন মানুষ বা বন্ধু পেলে আমরা অনেকেই কথা খৈ ফোটাই। এই ফাঁকে নিজের অনেক গোপন কথাই হরবর করেই বলে দিতে থাকি তার কাছে। যা আগামীদিনের জন্য নিজেই নিজের ক্ষতির রাস্তা তৈরি করে রাখছি। যারদ্বারা একসময় আমরা চরম ক্ষতির মুখে পতিত হই।
মনোবিজ্ঞানী কিংবা সমাজবিজ্ঞানীরা বলছেন, কিছু কিছু কথা কখনোই কারো কাছে বলা উচিৎ নয়। তাহলে কোন কোন কথা? এমন প্রশ্নের উত্তরে তারা বলছেন, অন্তত ৫টি বিষয় সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা না করাই ভাল। কী সেই বিষয়গুলি?
Stock Video Credit : https://www.pexels.com/
Facebook : https://www.facebook.com/md.ashraful3/
Instagram : https://www.instagram.com/theashfool/
Twitter : https://twitter.com/theash0007