TET Scam : টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব ED-র, হাজির হতে হবে কাল বেলা ১২টায়
2022-07-26 170 Dailymotion
টেট দুর্নীতি মামলায় কাল মানিক ভট্টাচার্যকে তলব করল ED। বেলা ১২টায় হাজির হতে হবে CGO কমপ্লেক্সে। অন্যদিকে ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি।