¡Sorpréndeme!

Arpita Chatterjee: অর্পিতাকে আজ ফের হেফাজতে নিতে চায় ইডি

2022-07-25 684 Dailymotion

আজ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ফের পেশ করা হবে ইডি-র (Enforcement Directorate) বিশেষ আদালতে। তার আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ অর্পিতাকে নিয়ে জোকার ESI হাসপাতালের উদ্দেশে রওনা দেন ইডি-র আধিকারিকরা। গতকালের দুর্ঘটনার কথা মাথায় রেখে এদিন অর্পিতার নিরাপত্তা বাড়ানো হয়। ৭টি গাড়ির কনভয়ে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কনভয়ের চতুর্থ গাড়িতে ছিলেন অর্পিতা। ডানদিক দিয়ে অর্পিতার গাড়িকে কভার করছে কেন্দ্রীয় বাহিনীর আরেকটি গাড়ি। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। তাই আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।