পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর চক্রান্তের অভিযোগ তুলেও আইনি প্রক্রিয়ার ওপরেই আস্থাপ্রকাশ তৃণমূল নেতৃত্বের। এদিনে পার্থ গ্রেফতারির জেরে রীতিমত সরগরম রাজনৈতিক মহল। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধীরা।