চাকরির অপেক্ষায় থাকা হাজার হাজার যোগ্য প্রার্থী, প্রায় দেড় বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, অযোগ্য প্রার্থীরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে, আর তাঁরা এখনও পড়ে রয়েছেন সেই তিমিরে। ইডি’র হাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর এই চাকরিপ্রার্থীদের প্রশ্ন, এভাবে আরও কতদিন চোখের জল ফেলতে হবে তাঁদের?