বছরের বছর একটা স্কুল চলছে শুধুমাত্র ১ জন শিক্ষকের ভরসায়। স্কুলের পড়ুয়া সংখ্যা প্রায় ৭০০ ছাড়াবে। সামলাতে নিয়োগ করা হয়েছে কয়েকজন আংশিক সময়ের শিক্ষককে। কিন্তু কেন এই অব্যবস্থা, উত্তর মেলেনি এখনও।