¡Sorpréndeme!

Santanu Sen: 'তদন্ত নিয়ে বলার কিছু নেই, দল সবসময় সহযোগিতা করেছে', বললেন শান্তনু সেন। Bangla News

2022-07-22 114 Dailymotion

তদন্ত নিয়ে কিছু বলার নেই। আমাদের নেত্রী সবসময় জানিয়েছেন, তদন্তে আমরা সবসময় সহযোগিতা করে এসেছি, ভবিষ্যতেও করব। ২১ জুলাইয়ের ঐতিহাসিক মহা সমাবেশ, তারপরে ২২ জুলাই এমন হানা। এটা প্রমাণ করে, ২১ জুলাইয়ের এমন সমাবেশ দেখে নরেন্দ্র মোদি, অমিত শাহের চেয়ার টলিয়েছে। যদি এটা প্রমাণ হয় যে তৃণমূল নেতা ও দলকে বদনাম করতে এই প্রচেষ্টা হচ্ছে, তাহলে তৃণমূল ছেড়ে কথা বলবে না।