Dilip Ghosh: আরও আগেই হওয়া উচিত ছিল, ইডি তল্লাশি নিয়ে মন্তব্য দিলীপের। Bangla News
2022-07-22 137 Dailymotion
আরও আগেই এই তল্লাশি হওয়া উচিত ছিল। হয়তো তখন ইডি (ED) কাছে লোক থিল না। যার যার নাম শোনা গিয়েছে, প্রত্যেক জায়গায় তল্লাশি করা উচিত। পশ্চিমবঙ্গকে কলুষমুক্ত করতে এর প্রয়োজন রয়েছে। সমস্ত অভিযোগের বিচার হওয়া উচিত।, কড়া বার্তা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।