¡Sorpréndeme!

Suvendu Adhikari : ‘তৃণমূলের পাল্টা জমায়েত নয়, এটা বিজেপির পৃথক কর্মসূচি’, আক্রমণ শুভেন্দু অধিকারীর

2022-07-20 107 Dailymotion

‘হামলার প্রতিবাদে উলুবেড়িয়ায় কর্মসূচি নেওয়া হয়েছিল’, ‘জাতীয় সড়ক ছেড়ে অন্য জায়গায় সভার প্রস্তুতি নেওয়া হয়েছিল’, ‘প্রথমে নেতাজি সঙ্ঘের মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছিল’, ‘পরে পুলিশ, মন্ত্রীর চাপে অন্য দিনে সভা করতে বলে ক্লাব কর্তৃপক্ষ’, ‘একইভাবে ৫টি মাঠে অনুমতি দিয়েও পরে প্রত্যাখ্যান করা হয়’, ‘তৃণমূলের পাল্টা জমায়েত নয়, এটা বিজেপির পৃথক কর্মসূচি’, ‘রাজ্যে এমনই গণতন্ত্র, অন্য কোথাও কেউ সভা করতে পারবে না’‘এই রাস্তা দিয়ে নাকি ৭ হাজার গাড়ি যাবে, এমনই বলা হচ্ছে’, ‘৩ দফায় নাকি পুলিশকে ডিউটি করতে হবে, ৩৭০০ পুলিশ লাগবে বলা হচ্ছিল’, ‘সভা বাতিল করতে যত রকমের গল্প পেরেছে আদালতে বলা হয়েছে’। আক্রমণ শুভেন্দু অধিকারীর।