¡Sorpréndeme!

Howrah Hooch Death: ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ, চোলাইয়ের ঠেকে ভাঙচুর স্থানীয়দের

2022-07-20 135 Dailymotion

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ৬ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সকালে চোলাইয়ের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয়। জাল মদও তৈরি হয় বলে অভিযোগ।