¡Sorpréndeme!

Fraud Arrest: নথি জাল করে সাড়ে ৫ কোটির বেশি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার I Bangla News

2022-07-19 364 Dailymotion

নথি জাল করে সাড়ে ৫ কোটির বেশি টাকা তছরুপের অভিযোগে সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টারকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ। ধৃতের নাম কৌশিক পাল। ২০১৯ সালে সিঁথি থানায় দায়ের হয় অভিযোগ। আজ ভোরে কাঁচড়াপাড়ায় এক গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।