¡Sorpréndeme!

Dam:গতবছর বর্ষায় ভেঙে পড়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার চেক ড্যাম, এখনও নতুন বাঁধের অপেক্ষা।Bangla News

2022-07-19 27 Dailymotion

গতবছর বর্ষায় ভেঙে পড়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার চেক ড্যাম। তারওপর, এবার এখনও তেমন বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন বিষ্ণুপুর, বিদবিহারের কৃষকরা। এই পরিস্থিতিতে, রাজ্যের কৃষি উপদেষ্টা ও দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়কের আশ্বাস, দ্রুত নতুন করে তৈরি করা হবে এই বাঁধ।