¡Sorpréndeme!

West Bengal: ‘বাংলার রাজ্যপাল’ হিসেবে নকভিকে শুভেচ্ছা জানিয়েই ট্যুইট ডিলিট দিল্লির বিজেপি সাংসদের!

2022-07-18 162 Dailymotion

‘বাংলার রাজ্যপাল’ হিসেবে নকভিকে শুভেচ্ছা জানিয়েই ট্যুইট ডিলিট! ট্যুইট করার পরেই ডিলিট করলেন বিজেপি সাংসদ হংসরাজ হংস, কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন নকভি, অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথের দিনই হংসরাজের ট্যুইট, ‘বাংলার রাজ্যপাল হওয়ার জন্য মুক্তার আব্বাস নকভিকে শুভেচ্ছা’, নকভিকে আগাম শুভেচ্ছা জানিয়ে ট্যুইটের পরেই ডিলিট করলেন হংসরাজ হংস, উত্তর-পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ হংসরাজ হংস।