¡Sorpréndeme!

Fraud Case: নথি জাল করে কোটি কোটি বেশি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন পোস্ট মাস্টার

2022-07-18 1 Dailymotion

নথি জাল করে সাড়ে ৫ কোটির বেশি টাকা তছরুপের অভিযোগে সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টারকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। ধৃতের নাম কৌশিক পাল। অভিযোগ, কম্পিউটারাইজড হওয়ার সময় তথ্য জাল করে ৩২টি ভুয়ো অ্যাকাউন্ট খোলেন তত্কালীন পোস্ট মাস্টার।পাঁচশোরও বেশি অ্যাকাউন্ট থেকে ৫ কোটি ৫৯ লক্ষ টাকা তছরুপ করে ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ। ২০১৯-এ সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল কাঁচরাপাড়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয় সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টারকে।