এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে একবার অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) নিজেই জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান। তাঁর কাছে তাই স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছে নতুন ছবি 'পরিচয় গুপ্ত' (Porichoy Gupta)। ছবির শ্যুটিং হয়েছে বর্ধমান ও কলকাতায়।