সাংসদদের অকথা-কুকথার প্রবণতাকে বন্ধ করতে এবার সংসদে সেন্সর। লোকসভার সচিবালয়ের বুকলেট অনুযায়ী, বেশকিছু শব্দের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বছরের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই থেকে। তার আগেই এই পদক্ষেপ।