সোমবার উদ্বোধন হয়েছিল শিয়ালদহ মেট্রোর। আর বৃহস্পতিবার থেকে শুরু হল যাত্রী পরিষেবা। খুশি প্রত্যেকে। এর জেরে শিয়ালদহ রেল শাখায় বাদুরঝোলা ভিড় অনেকটাই কমবে বলে আশাবাদী সকলে।