¡Sorpréndeme!

PV Sindhu: সিঙ্গাপুর ওপেনে ছন্দে সিন্ধু, পৌঁছে গেলেন শেষ আটে, কাটবে কি পদকের খরা?

2022-07-14 21 Dailymotion

ABP Exclusive: অলিম্পিক্সের পর থেকেই যেন কিছুটা ছন্দহীন পি ভি সিন্ধুর ব়্যাকেট। প্রত্যেক টুর্নামেন্টেই শুরুটা ভাল করছেন। কিন্তু নক আউটে গিয়ে আটকে যাচ্ছেন সিন্ধু। বৃহস্পতিবার সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সের জোড়া পদকজয়ী শাটলার। এবার কি শেষ হবে পদক জয়ের অপেক্ষা?