¡Sorpréndeme!

Parliament of India: বাদল অধিবেশন শুরুর আগে ‘অসংসদীয়’ শব্দের নতুন তালিকা প্রকাশ

2022-07-14 31 Dailymotion

১৮ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ‘অসংসদীয়’ শব্দের নতুন তালিকা। নতুন তালিকা প্রকাশ করল লোকসভার সচিবালয়। নতুন তালিকায় বিশ্বাসঘাতক, জুমলাবাজ, কালা দিনের মতো শব্দকে রাখা হয়েছেচোরের মায়ের বড় গলার মতো শব্দও ‘অসংসদীয়’। স্বৈরতান্ত্রিক, স্বেচ্ছাচারীর মতো শব্দও ‘অসংসদীয়’। শকুনি, নিষ্কর্মা, একনায়কতন্ত্রর মতো শব্দ ‘অসংসদীয়’। নিজের ঢাক নিজে পেটানো, দুমুখো-র মতো শব্দ ‘অসংসদীয়’। কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের: লোকসভার সচিবালয়।