Sri Lanka: প্রেসিডেন্ট পালাতেই জরুরি অবস্থা, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা
2022-08-24 0 Dailymotion
এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের দাবিতে উত্তাল কলম্বো। প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালানোর পরই প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভাবনের কাছে জড়ো হতে শুরু করেন বহু মানুষ। এরপরই পুলিশ গোটা এলাকা ঘিরে ধরে।