ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি। CRPF’এর গাড়ির পর, এবার লরি ধাক্কা মারল, শুভেন্দু অধিকারীর কনভয়ের পুলিশের গাড়িতে। অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ’নিয়ে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।