¡Sorpréndeme!

7 Tay Bangla: অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। রাতভর চলেছে উদ্ধারকাজ। Bangla News

2022-07-10 8 Dailymotion

অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। রাতভর চলেছে উদ্ধারকাজ। উদ্ধার হয়েছে বারুইপুরের বর্ষা মুহুরির দেহ। পহেলগাম অথবা বালতালের দিকে কোনও পুণ্যার্থীকেই যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জম্মুর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বেস ক্যাম্পে আটকে রয়েছেন বহু পুণ্যার্থী। কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, জানতে পোর্টেবল ওয়াল রাডার প্রযুক্তি ও আর্থ মুভিং যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে।