¡Sorpréndeme!

Bangaon News: অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে হাসপাতালে ধুন্ধুমার, চিকিৎসকের বিরূদ্ধে অভিযোগ

2022-07-10 1 Dailymotion

অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে বনগাঁ মহকুমা হাসপাতালে ধুন্ধুমার (Bongaon Mahakuma Hospital)। চিকিৎসকের বিরূদ্ধে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে খবর, গতকাল সকালে বনগাঁর বাসিন্দা অন্তঃসত্ত্বা সাধনা মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের আগে অপারেশন থিয়েটারে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। পরীক্ষায় করোনা ধরা পড়ে। এরপর আজ ভোররাতে মৃত্যু হয় ওই অন্তঃসত্ত্বার। এরপরই হাসপাতাল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতের আত্মীয়রা। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। স্বাস্থ্য দফতরের তরফে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে।